আকাশ থেকে পড়বে এসিড বৃষ্টি মন্তব্য করে পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, চলমান জলবায়ু সংকট মোকাবেলায় মানুষেরা ব্যর্থ হলে পৃথিবীটাও একসময় শুক্র গ্রহের মতো হয়ে যেতে পারে। যেখানে মহাসাগরগুলো হবে আগুনের তাপে ফুটন্ত পানির পাত্রের মতো এবং আকাশ থেকে পড়বে এসিড বৃষ্টি। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বিপৎসীমা অতিক্রম করে ফেলেছি। আর বেশি দেরি করলে বিশ্ব জলবায়ু সংকট পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্পের কর্মকাণ্ড পৃথিবীকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যার ফলে পৃথিবীটাও শুক্র গ্রহের মতো হয়ে যেতে পারে। যেখানে তাপমাত্রা হবে ২৫০ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সঙ্গে পড়বে সালফিউরিক অ্যাসিড। বিজ্ঞানীদের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, মানুষেরা যদি পৃথিবীতে থাকা সব জীবাশ্ম জ্বালানি মাটির নিচ থেকে তুলে ব্যবহার করে ফেলে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বর্তমানের চেয়ে ১০ গুন বেড়ে যাবে। যার ফলে তাপমাত্রাও বাড়বে অসহনীয় হারে এবং সমুদ্রের উচ্চতাও বেড়ে যাবে অন্তত কয়েকশ ফুট।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn