ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দায়িত্ব গ্রহণ করবেন। শনিবার দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিকেল ৩টায় অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন। তিনি জানান, সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে শনিবার সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn