আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা সিলেটসহ সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনসমূহে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ প্রতিবছরের ন্যায় এবারো এই সময়ে রক্ষণবেক্ষণ ও সংস্কার কাজের জন্য দেশের তিনটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকবে। তিনটি গ্যাস ক্ষেত্রের মধ্যে দুটিরই অবস্থান সিলেটে। এগুলো হল দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জের ‘বিবিয়ানা’ ও লাক্কাতুরাস্থ সিলেট গ্যাস ক্ষেত্র। সংস্কার কাজের কারণে আবাসিক গ্যাস সরবরাহও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বেশ শঙ্কার মাঝে আছেন সিলেটসহ সারাদেশের গ্যাস ব্যবহারকারিরা। কাজ চলমান অবস্থায় দেশের সকল সিএনজি সকল সিএনজি ফিলিং স্টেশনসশূহে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একটানা ২৪ ঘন্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় বেশ সমস্যা পোহাতে হবে মানুষদেরকে। এ ব্যাপারে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েসনের সিলেট’র সভাপতি জোবায়ের আহমদ চৌধুরী সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারী নির্দেশনায় সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনসমুহে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইনে গ্যাস থাকবে, কিন্তু যানবাহনে গ্যাস সরবরাহ করা যাবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn