সিলেট: গারা ( গ্লোবাল একাডেমিকস রিসার্চ একাডেমী ) কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ( ২৯-৩০ August, 2020 ) “বৈশ্বিক ব্যবসায়িক স্থায়িত্বের উপর কোভিড – ১৯ এর প্রভাব” শীর্ষক আন্তর্জাতিক ই সম্মেলনে অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির দুই প্রাক্তন শিক্ষার্থী রেজোয়ান চৌধুরী এবং সৈয়দা আলীজা সালিক। তাদের গবেষণা পত্রের শিরোনাম ছিল ‘অনলাইন শিক্ষা প্লাটফরমের উপর কোভিড এর প্রভাবঃ একটি আইবি পাঠ্যক্রমের কেস স্টাডি’। রেজোয়ান চৌধুরী লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের ১৬ তম ব্যচ এবং সৈয়দা আলীজা সালিক ইংরেজি বিভাগের ১১ তম ব্যচের শিক্ষার্থী ছিলেন। তারা দুজনেই এখন আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত আছেন। গারা কর্তৃক আয়োজিত উক্ত আন্তর্জাতিক ই সম্মেলনে এশিয়া প্যাসিফিক, মিডল ইস্ট এবং সাব সাহারা আফ্রিকা অঞ্চল থেকে ২১টি দেশের ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ৪৭টি গবেষণা পত্র উপস্থাপন করা হয়। মাননীয় মন্ত্রী ডঃ আবদুল্লা রশীদ, শিক্ষা মন্ত্রণালয়, মালদ্বীপ উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পুরো সম্মেলনটি আয়োজন এবং পরিচালনা করেন গারার প্রধান উপদেষ্টা এবং বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডীন ডঃ আসিফ মাহবুব করিম। সূত্রঃ জাগো সিলেট

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn