নবরূপে ফিরছেন মিষ্টি মেয়ে অপু বিশ্বাস। এখন তিনি আরও অপরূপা। নজরকাড়া আর আকর্ষণীয় হয়ে উঠেছেন। রাজ্যের যত সৌন্দর্য এসে ভর করেছে তার জীবনের উঠোনে। গত বছরের সেপ্টেম্বরে সন্তান জন্মের পর স্লিম অপু বেশ মুটিয়ে যান। এতেও তার সৌন্দর্যে বিন্দুমাত্র গ্রহণ লাগেনি। তবে নায়িকা হিসেবে ফিটনেসটা থাকা চাই। আর তাই বাড়তি মেদ ঝাড়তে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। বড় পর্দা তার আপন আর প্রিয় ঠিকানা। এই ঠিকানায় তাকে ফিরতেই হবে। হাতে আছে বেশকিছু অসমাপ্ত ছবির কাজ, সঙ্গে নতুন ছবির প্রস্তাব। ঢালিউডের শীর্ষ জনপ্রিয় এই নায়িকাকে অনবরত হাতছানি দিয়ে ডাকছে রুপালি পর্দা। নববসন্তের সেই ডাকে সাড়া দিতে মুখিয়ে আছেন লক্ষ্মী মেয়ে অপু। তবে আদরের সন্তান আবরাম জয় সবেমাত্রএক বছর পূর্ণ করতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর। প্রিয় পুত্রের প্রথম জন্মদিনটা ঘটা করেপালন করা চাই। আয়োজনে কোনো ঘাটতি রাখতে রাজি নন মমতাময়ী মা অপু। কীভাবে দিনটি বর্ণিল করে তোলা যায় সেই স্বপ্ন চোখে মেখে নাওয়া খাওয়া ভুলে পরিকল্পনার পেছনে গত কয়েক মাস ধরে অপুর নিঃশ্বাসবিহীন ছুটে চলা। সফলভাবে গুছিয়ে এনেছেন সবকিছু। আরমাত্র কটা দিন। তারপর জয়কে নিয়ে অপুর স্বপ্ন পূরণের মাহেন্দ্রক্ষণ হৃদয়ের দুয়ারে টোকা দেবে। মনটা নেচে উঠবে অপার সুখে। আনন্দঘন দিনটি শেষে নবরূপে অপরূপা অপু ফিরবেন চিরচেনা আলোকিত ভুবনে। ঝলমলে রূপ আর দক্ষ কর্মযজ্ঞে প্রিয় মানুষের অনবরত ভালোবাসায় সিক্ত হবেন সবার প্রিয় লক্ষ্মী এই মেয়েটি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn