মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তারা (আমেরিকা) ইরাক, সিরিয়া, লিবিয়াসহ বিভিন্ন মুসলিম দেশ ধ্বংস করেছে। অথচ আমাদেরকেই (মুসলমানদের) দোষারোপ করছে, তাদেরকে সন্ত্রাসী বলছে।’ মুসলমানদের সন্ত্রাসী না বলতে তিনি আমেরিকার প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীতে এক ইফতার মাহফিলে এরশাদ এসব কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর শাখা গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে এই ইফতারের আয়োজন করে। এরশাদ বলেন, ‘সারাবিশ্বে আজ ইসলাম বিপদের সম্মুখীন। আমাদের দেশে ইসলাম মসজিদ-মাদ্রাসার ভেতরে বন্দী হয়ে গেছে। আসুন আমরা এই রমজানে আল্লাহর কাছে তার রহমত কামনা করি। ইসলামকে যেন আবার বিজয় দান করেন সে দোয়া করি।’ এ সময় তিনি ইসলামকে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। প্রস্তাবিত বাজেট সম্পর্কে এরশাদ বলেন, ‘আমরা এই বাজেটের শতভাগ বাস্তবায়ন চাই। এই বাজেটে অনেক নেতিবাচক দিক থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন হলে গরিবের মুখে হাসি ফুটবে বলে আমরা মনে করি।’ ১৫ শতাংশ ভ্যাট আরোপ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এর ফলে জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে যাবে। জনজীবন আরও দুর্বিসহ হয়ে ওঠবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn