কাজী গুলশান আরা

বার্তা ডেক্সঃঃসংযুক্ত আরব আমিরাতে বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে ‘শেকড়ের খোঁজে’ নামের একটি সংগঠনের। সম্প্রতি কাজী গুলশান আরাকে সভাপতি করে ২০ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।  ড. হাবিবুল খন্দকার, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাইজুন এন চৌধুরী ও আবুল বাশারকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। সভাপতি কাজী গুলশান আরা বলেন, প্রবাসে যাদের বেড়ে ওঠা, তাদের একটা উল্লেখযোগ্য অংশেরই সময়ের সাথে সাথে দেশীয় সংস্কৃতি থেকে বিশাল একটা দূরত্ব তৈরি হয়। ‘শেকড়ের খোঁজে’ শুধু নাচ, গান বা  আবৃত্তির কোন সংগঠন নয়। শেকড়ের খোঁজে যোগসূত্র তৈরি করবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মাঝে এবং বাঙালি সংস্কৃতিকে, ইতিহাসকে, সভ্যতাকে পৌঁছে দেবে এ প্রজন্মের দোরগোড়ায়। বাংলাকে ছড়িয়ে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, আমরা পাশে দাঁড়াবো প্রতিটি বাঙালির, যেখানেই যাদের প্রয়োজন। সংগঠনটি যাত্রা শুরু করেছে তাদের প্রজেক্ট পাঠশালা দিয়ে। এই উদ্যোগে তারা আবুধাবি বাংলা স্কুলের একটি বাচ্চার পুরো বছরের বেতন তুলে দিলেন রাষ্ট্রদূতের হাত দিয়ে। রাষ্ট্রদূত বলেন, ‘সংগঠনটি যেন এমন মহতী কাজে সবসময় জড়িয়ে থাকে এবং বাংলাদেশের ইতিহাসকে ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে প্রবাসী সন্তানদের মাঝে সঠিকভাবে তুলে ধরে।’ 

সংগঠনের সহ-সভাপতি বেলায়েত হিরু, সহ-সাধারণ সম্পাদক এনামুল কবীর রবিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশিক। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বেলায়াত হিরু, আনন্দিতা খান সুমি। সাধারণ সম্পাদক জাবেদ আহমদ মাছুন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ এনামুল করিম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সামিদা চৌধুরী পপি, সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফা নুশরাত, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আরিফ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক-১ লুৎফুর রশীদ রাসেল, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক-২ আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদা খানম, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক -১ নাজনীন আক্তার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক-২ আলা মোকাদ্দেস, প্রচার সম্পাদক, সামসদ্দিন ফারুক সুমন, দপ্তর সম্পাদক সারোয়ার জামান জাবেদ।-বিডি প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn