সিলেট::সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে আবারো দ্বন্দ্ব দেখা দিয়েছে সিলেট বিএনপিতে। যুবদলের কমিটিতে বিএনপির শীর্ষ নেতাদের মতামত না নিয়ে বিশেষ একজন নেতার কথায় কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন এক পক্ষ। এর প্রেক্ষিতে দলের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। পদত্যাগপত্র নিয়ে শনিবার রাতে সড়কপথে ঢাকায় যান রাজ্জাক, আরিফ ও শাহরিয়ার। রবিবার সকালে তারা দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের বাসভবনে তারা পদত্যাগপত্র জমা দিতে যান। কিন্তু মহাসচিব সেটি গ্রহণ না করে প্রত্যাখ্যান করেন। এসময় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে বলেন, যুবদল নিয়ে সৃষ্ট ঝামেলার বিষয়টি তিনি জেনেছেন। শীঘ্রই বিষয়টি সুন্দরভাবে সমাধান করা হবে। দলের মহাসচিবের এমন আশ্বাসে পদত্যাগপত্র জমা না দিয়েই ফিরে আসেন এই তিন নেতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn