বার্তা ডেক্স :: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ছাতকে চার ব্যবসায়ীকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক বাজারে অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল। এসময় শহরের সালিক এন্ড রমিজ স্টোর, আজমল ট্রেডার্স, আরিফ ভেরাইটিজ স্টোর, হাসান স্টোর ও সজল কাঁচা বাজার এর ব্যবসায়ীদের কাছ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপশ শীল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেওয়ায় ওই চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রর্দশনের নিদের্শ দেওয়া হয়েছে।

দিরাইয়ে আলুর দাম বেশি নেওয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

দিরাই  :: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে সুনামগঞ্জের দিরাইয়ে চার ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩ টায় দিরাই পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।  অভিযানে অতিরিক্ত মুল্যে আলু বিক্রির দায়ে বিলাস স্টোর ২ হাজার, লক্ষী কান্ত রায় ২ হাজার, অনুকূল স্টোর ১ হাজার ও আড়তদার মেসার্স নাদিয়া এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে দিরাই থানার এসআই মাহবুব,গণমাধ্যমকর্মী মোশাহিদ আহমদ, প্রশান্ত সাগর দাসসহ পুলিশ কস্টেবল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, অতিরিক্ত মুল্যে আলু বিক্রির দায়ে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn