ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র‌্যাব-৪।  আটক ব্যবসায়ী হলেন— সেকেন্দার ও নাহিদ। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব। র‌্যাব জানায়, দুপুরে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা টাকা কেনার জন্য ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলায় যান। সেখান থেকে এক কোটি টাকার জাল নোটসহ ওই দুই জনকে আটক করেন। এসময় তাদের কাজ থেকে এক হাজার টাকার এক’শটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আটকরা সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কি-না তদন্ত করে দেখা হচ্ছে। ও জাল টাকার মেশিন উদ্ধার করার জন্য অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn