শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, নৈতিক শিক্ষার ভিত্তি হবে ধর্মীয় শিক্ষা। ইসলাম শান্তির শিক্ষা দেয়। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। আমাদের শিক্ষার অন্যতম লক্ষ্য সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। ন্যায়পরায়ণ ভাল মানুষ তৈরি করা, যারা মানুষের কল্যাণে কাজ করবে। সোমবার রাজধানীর মহাখালীতে মসজিদে গাউছুল আজম কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের উদ্যোগে আয়োজিত ’নৈতিক উন্নয়ন ও সুনাগরিক গড়ে তোলায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা প্রদান করছে। আলেমদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, আলেমদের দাবী দাওয়ায় আগে কেউ আমল দেয় নাই। যাতে মাদরাসা শিক্ষা আরো উন্নত হয়, মাদরাসা শিক্ষার্থীরা যাতে ভাল আলেম হিসেবে তৈরি হতে পারে, সেদিকে আমরা আরো নজর দেব।’

তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষা ব্যবস্থা আগে বৈষম্য ও অবহেলার শিকার ছিল। বর্তমানে মাদরাসা শিক্ষার উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। শিক্ষকদের বেতন ও মর্যাদা সমান করা হয়েছে। ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসায় উন্নীত করা হয়েছে। ২২১টি মাদরাসায় কম্পিউটার ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। ২৮১টি মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করেছি। শিক্ষামন্ত্রী বলেন, ৫১টি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ১০০০ মাদরাসা ভবনকে ৪-তলা ভবন নির্মাণের একটি প্রকল্প গ্রহন করা হয়েছে।’

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরী ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আহসান উল্লাহ এবং জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn