উচ্চ আদালতও স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতির ছুটির বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান বিচারপতিকে নজিরবিহীন ছুটি নিতে বাধ্য করে সরকার নোংরা কাজ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।প্রধান বিচারপতির বর্তমান অবস্থান জাতি জানতে চায় বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, প্রধান বিচারপতিকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। সরকার অস্তিত্ব সংকটে বেশামাল হয়ে গেছে। প্রধান বিচারপতি অসুস্থ নন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নাজমুল হক নান্নু ও বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, শরিফুল আলম ও আমিনুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn