সুনামগঞ্জ :: চাকরি প্রত্যাশীদের কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। তিনি বলেছেন, ‘দালাল, টাউট, প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে নিয়মন্ত্রাতিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে সুষ্ঠু, নিরপেক্ষ একটি পুলিশ নিয়োগ সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় যদি পুলিশের কোন সদস্য অনৈতিক লেনদেনের সাথে জড়িত তাকে তাহলে তাদেরকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। পুলিশে নিয়োগের জন্য শুধুমাত্র একশত টাকার ব্যাংক চালান দিতে হবে। আর কোনো অর্থ লাগবে না।’
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আগামী ২৯ জুন কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এবার জেলায় ২৫৫ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে পুলিশ সুপার বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ প্রক্রিয়া পুলিশ নিয়োগের জন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সরকারি বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানে পুলিশ বিভাগ আন্তরিক রয়েছে।’ সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে আগামী ২৩ জুন পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটের ব্যাপারে পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, ‘জনগণের রাস্তায় জনগনের গাড়ি চলতে পারবে না, এটা হতে পারে না। পরিবহন শ্রমিকদের এমন দাবি অনৈতিক। সাধারণ নাগরিকের বিরুদ্ধে কোনো আন্দোলন সফল হয় না। কাজেই অনৈতিক দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা নৈরাজ্য চালালে প্রশাসন জনগণকে সাথে নিয়েই তা প্রতিহত করবে।’
 আগামী ১৮ জুন জামালগঞ্জ উপজেলা নির্বাচনের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ও নির্বাচনী এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখতে সাড়ে ৫শত পুলিশ সদস্য কাজ করবে। তিন স্তরে নিরাপত্তা বলয় ছাড়াও, বিজিবি, র‌্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা নজরদারিতে থাকবেন।’ প্রেস কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুননবী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংকজ কান্তি দে প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn