এমসি কলেজ ছাত্রাবাস খুলছে ২৯ জুলাই
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভাঙচুরের পর বন্ধ করে দেয়া সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রাবাস ফের খুলে দেয়া হচ্ছে। আগামী ২৯ জুলাই ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের বৈধতা সাপেক্ষে হোস্টেলে তোলা হবে। রোববার কলেজ কাউন্সিলের জরুরী সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রাবাসের সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জামাল উদ্দিন। তিনি জানান, আগামী ২৯ জুলাই ছাত্রাবাস খুলে দেয়া হবে। ওইদিন বৈধ ছাত্রদের হোস্টেলে তোলা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ‘ফাও’ খাওয়া নিয়ে ছাত্রলীগের টিটু ও সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে পরদিন সকালে ছাত্রাবাসের ৩৯ কক্ষ ভাঙচুর করে টিটু অনুসারীরা। উদ্ভূত পরিস্থিতি এড়াতে কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। এবং সন্ধ্যা মধ্যে সকল আবাসিক ছাত্রকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।