কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরমান আলী নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত আরমান আলী নব্য জেএমবির সদস্য। বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার বোয়ালিয়া মাঠের তিন রাস্তার মোড়ে বটতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারাল চাপাতি উদ্ধার করেছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, একদল দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ আরমান আলীকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আরমান নব্য জেএমবির সদস্য এবং তার বিরেুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।বন্দুকযুদ্ধের ঘটনায় দৌলতপুর থানার এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn