কুয়েতের সালমিয়াতে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনেদ আহমেদের স্ত্রী রোকেয়া বেগমসহ তার দুই ছেলে ও দুই মেয়ের মরদেহ দেশে পৌছেছে। আজ বৃস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় লাশবহনকারী কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। পরে আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে সড়ক পথে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কমলগঞ্জের উদ্দেশে রওনা হন স্বজনরা। নিহত রোকেয়া বেগমের বড় ভাই মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকালেই কান্দিগাঁও পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। এরআগে গতকাল বুধবার কুয়েত সময় রাত ১২টায় কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী-সন্তানদের মরদেহ নিয়ে রওয়ানা দেন জুনায়েদ মিয়া। উল্লেখ্য, সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে কুয়েতের সালমিয়াত এলাকায় ভাড়া বাসায় এসির কম্প্রেসার বিস্ফোরণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান জুনায়েদ মিয়ার স্ত্রী ও চার সন্তান। নিহতরা হলেন- জুনায়েদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩৪), বড় মেয়ে জামিলা আহমদ (১৫), বড় ছেলে ফাহাদ আহমদ (১২), ছোট ছেলে ইমাদ আহমদ (৯) ও ছোট মেয়ে নাবিলা আহমেদ (৫)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn