রংপুর:বিএনপির কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খ্যাতনামা সঙ্গীতশিল্পী বেবী নাজনীন বলেছেন, দেশের ক্লান্তিলগ্নে সরকার নিজ ক্ষমতাকে পাকা পোক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেলখানায় আটকে রেখেছে। গণতন্ত্রকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে কে নেতা কে কর্মী তা না দেখে নিজ দায়িত্বে দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সকলকে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীর বাসায় দাওয়াতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির দপ্তরবিষয়ক সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ওলামাদলের সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ন ম রুহুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, উপজেলা সহ- সভাপতি মাহুবার রহমান বিলু, উপজেলা বিএনপির উপদেষ্টা আনছার আলী শাহ্, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি ছামসুল আলম ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমুখ। শিল্পী বেবী নাজনীন কিশোরগঞ্জ থানা মোড়ে পৌঁছলে বিএনপির নেতা কর্মীরা তাকে সংবর্ধনা জানান। কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিল্পীকে দেখতে মুহুর্তের মধ্যে কয়েক শ’ লোক উপস্থিত হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায়। শত শত নেতা কর্মীর ভিড়ে শিল্পী বেবী নাজনীন সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn