খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। রবিবার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেওয়া শুরু করে। দলের চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। বিএনপির এই নেতা জানান, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করে। রবিবার বিকালে খুলনার প্রার্থীদের দিয়ে কার্যক্রম শুরু হয়। খুলনা থেকে সাক্ষাৎকার দিতে এসেছেন তিন নেতা। তারা হলেন, নজরুল ইসলাম মুঞ্জু, শফিকুল আলম মনা ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি। রবিবার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর সিটিতে নির্বাচনে আগ্রহী সাতজনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে বলে জানান শায়রুল কবির খান। বিএনপির সূত্রগুলো বলছে, ইতোমধ্যে দলের হাইকমান্ডে গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় মনিরুজ্জামান মনিই প্রায় চূড়ান্ত ছিলেন। যদিও গত দু’দিনে বিএনপির নেতৃত্ব মনে করছে, খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকেও প্রার্থী করা যেতে পারে। ইতোমধ্যে তার আগ্রহের কথা সংবাদমাধ্যমে এসেছে। ধারণা করা হচ্ছে, খুব বেশি জটিলতা না হলে রবিবার রাতেই বিএনপির মনোনয়ন বোর্ড খুলনা ও গাজীপুরে দলের প্রার্থী ঘোষণা দিতে পারে। তবে, শায়রুল কবির খান বলেন, ‘বিষয়টি এখনও নিশ্চিত নয়।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn