চপলের জামিন নামঞ্জুর
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামী জেলা যুব লীগের আহ্বায়ক, এফবিসিসিআইয়ের পরিচালক খায়রুল হুদা চপলের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার আমলগ্রহণকারী সুনামগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন জামিন শুনানী শেষে এই আদেশ দেন। সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধে দুর্নীতির দায়ে গত ২ জুলাই দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে ঠিকাদার ও পাউবো কর্মকর্তাসহ ৬১ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মামলা (মামলা নম্বর ২, সুনামগঞ্জ সদর থানা) দায়ের হয়। এই মামলার আসামী খায়রুল হুদা চপল গত ১৫ আগস্ট ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার হন। মঙ্গলবার আমলগ্রহণকারী সুনামগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে খায়রুল হুদা চপলের জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
আসামী পক্ষে জামিন শুনানী করেন- অ্যাড. মানিক লাল দে ও অ্যাড. আজাদুল ইসলাম রতন। বাদী পক্ষে ছিলেন- দুদক’র পিপি অ্যাড. আইনুল ইসলাম বাবলু এবং অ্যাড. পরিতোষ রায়।