৫চেয়ারম্যানের প্রকল্প অফিস ঘেরাও

ছাতকে একাধিক প্রকল্প বাতিল করায় বিক্ষুব্ধ ৫জন ইউপি চেয়ারম্যান কর্তৃক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস দীর্ঘ ৬ঘন্টা অবরোধ করে রাখেন। রোববার (৪জুন) বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পরে নির্বাহী অফিসারের আশ্বাসে চেয়ারম্যানরা তাদের কর্মসূচী স্থগিত করেন। জানা যায়, রোববার অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন পিআইও অফিসসহ উপজেলা পরিষদের অধিকাংশ দপ্তর ছিল কর্মকর্তা শূন্য। এসময় অনেক দপ্তরই ছিল তালাবদ্ধ। চেয়ারম্যানদের অভিযোগ, স্থানীয় সরকারের তৃণমুল পর্যায়ের উন্নয়নের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। এছাড়া কাবিখা, কাবিটা, কর্মসৃজনসহ সরকারের যাবতিয় উন্নয়ন প্রকল্পের সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। যা- স্থানীয় সরকারের সকল ম্যানুয়েলে উল্লেখ করা হয়েছে। কিন্তু কর্মসৃজন প্রকল্পের প্রথম ধাপে সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, নোয়ারাই, কালারুকা ও ছাতক সদর ইউপির বরাদ্ধ নিয়ে একটি মহল টালবাহানা শুরু করে। এসব ইউপির শতকরা ৫০ভাগ বরাদ্ধ কেটে নিয়ে ২য় ধাপে বরাদ্ধের চেয়ে বেশী দেয়ার শর্তে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু ২য় ধাপেও সমন্বয় সভায় গৃহীত প্রকল্প বাতিল করে অনির্বাচিতদের নামে প্রকল্প বরাদ্ধ দেয়া হয়েছে। এতে পরিকল্পিকভাবে সরকারি টাকা আত্মসাতের কৌশল বলে তারা মন্তব্য করেন। এসময় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল, আখলাকুর রহমান, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলমও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুরি-ডাকাতি, মাদকও জঙ্গিবাদ বিরুধি সভা

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে চুরি-ডাকাতি, মাদক ব্যবসা, জঙ্গিবাদ বিরুধি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রোববার বিকেলে (৪জুন) ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় আমেরতল বাজারে ছাতক থানা পুলিশ সভার আয়োজনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান। আব্দুস সালামের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত আশরাফুল ইসলাম, এসআই অরূপ সাগর গুপ্ত, উপি চেয়ারম্যান আবুল হাসনাত। বক্তব্য রাখেন, মাওলানা ফজলুর রহমান, আব্দুল কদ্দুস, ইকবাল হোসেন, খায়রুল হুদা, ইউপি সদস্য আব্দুল হামিদ, জালাল উদ্দিন, নূরুল হুদা প্রমূখ। সভায় উত্তর খুরমা ইউনিয়নে চুরি-ডাকাতি, মদ-জুয়াসহ যাবতীয় অন্যায়-অপরাধ দমনে ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন ছাতক থানা প্রশাসন।

ছাতক ধূমপানমুক্ত করতে ৪৯হাজার লিফলেট

ছাতকে উপজেলা ধুমপানমুক্ত করতে ৪৯হাজার লিফলেট বিকরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ধুমপানমুক্ত সমজ গঠনে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল এ উদ্যোগ নেন। এছাড়া ধূমপানমুক্ত সমাজ গঠনে ধূমপান ও পান সূপারি চিরতরে ত্যাগের মাধ্যমে বিনামূল্যে দাঁত স্ক্যালিঙ্গের অফার দেয়া হয়। এভাবে তিনি বাল্য বিয়ে, ধূমপান, চুরি-ডাকাতিও মাদকমুক্ত প্রশিক্ষিত একটি উন্নয়নশীল আধুনিক সমাজ গঠনে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী ও তাদেরে দক্ষও কর্মঠ জনশক্তি হিসেবে গড়ে তোলতে নিয়েছেন নানা যূগান্তকারি উদ্যোগ। এক্ষেত্রে তিনি মাদক ও অপরাধ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে হাজার হাজার লিফলেট, ফেস্টুন ও ব্যানার বিতরনের মাধ্যমে সমাজের তৃণমূল পর্যায়েও জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn