বার্তা ডেক্সঃঃ নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে ১৪ দলের চিঠির জবাব নিয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’ তার এ মন্তব্যের পর দেশজুড়ে আলোচনা সমালোচনা হয়। তার এ বক্তব্য ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নেতারা। যদিও পরে মেনন দাবি করেন তার বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে। পরে গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকে রাশেদ খান মেননের ওই মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য দিয়েছেন, এর ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়। এ চিঠির জবাব দিয়েই লোক পাঠিয়েছেন রাশেদ খান মেনন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn