বুধবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর এরপর পহেলা জুনেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরুর দিনেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ বাংলাদেশ দল খেলবে মোট চারটি ম্যাচ। আর এই চারটি ম্যাচ খেলতে পারলেই মোহাম্মদ আশরাফুলকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলা বাংলাদেশি ক্রিকেটার হয়ে যাবেন মাশরাফি। ক্রিকইনফো’র হিসেবে আশরাফুল খেলেছেন ১৭৭ টি ওয়ানডে, আর এদিকে মাশরাফি খেলেছেন ১৭৪ টি ওয়ানডে। কিন্তু এর মধ্যে আশরাফুল ও মাশরাফি দু’টি করে ওয়ানডে খেলেছেন এশিয়া একাদশের হয়ে। যার কারণে লাল সবুজের জার্সিতে তাদের আন্তর্জাতিক ওয়ানডের সংখ্যা যথাক্রমে ১৭৫ ও ১৭২ টি। এসব ম্যাচে আশরাফুলের মোট রান ৩৪৬৮। আর ওয়ানডে অধিনায়ক মাশরাফির রানসংখ্যা ১৫৫৭ এবং উইকেটসংখ্যা ২২৮ টি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn