ছাতকঃ আবু সাঈদ হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন
ছাতকে হাফিজ আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় জাউয়া কোনাপাড়া গ্রামের খুনী আব্দুল ওয়াহিদ গেদা উল্লাহসহ হত্যাকান্ডে জড়িদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এক মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাউয়াবাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে পীর তকদ্দুছ আলীর সভাপতিত্বে ও মাষ্টার দেওয়ান আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভুমিদস্যু ও প্রতারক আব্দুল ওয়াহিদ গেদা উল্লাহ’র প্রত্যক্ষ মদদে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে হাফিজ আবু সাঈদকে। ফলে শান্তপ্রিয় জাউয়াবাসীর মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ। একই সাথে আলেম-ওলামাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ, পীর আরশ আলী, সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক মেম্বার আনোয়ার খান, তুলা মিয়া, হাজী আস্তর মিয়া, হাফিজ আব্দুল বাছিত, নিহতের চাচা ও মামলার বাদী আব্দুল কাহার, মাও. সাইদ আহমদ, মাও. শফিউল আলম, মাও. সাঈদ সিদ্দিকী, মাষ্টার ইউসূফ আলী, ব্যবসায়ী আল মামুন রাজু, হাফিজ আব্দুল মুক্তাদির, মাও. আব্দুর রহমান, মাও. গৌছ উদ্দিন, ক্বারী গোলাম রব্বানী, আলাউদ্দিন, এনামুল হক, আবারক আলী, আব্দুল অদুদ, মাও. সুহেল আহমদ, কবির আহমদ, ফরিদ মিয়া, আব্দুল মতিন, আসাদুজ্জামান, রফিক মিয়া, জয়নাল আবেদীন, নিউটন আহমদ, লেচু মিয়া, তোতা মিয়া, রাজু আহমদ, জদু মিয়া প্রমুখ। সভায় হাফিজ আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রতিশ্র“তি দিয়ে উপস্থিত লোকজনদের আশ্বস্থ করেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শওকত হোসেন।