ছাতক সংবাদদাতা-

ছাতকে সিবিএ নেতা ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের (রেজি নং-চট্ট ১৬৬২) এর অন্তভুক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছের উপর হামলার ঘটনার মামলায় ৬ আসামিদের বিরুদ্ধে আদালাতে চার্জশিট দাখিল করেছে ছাতক থানা পুলিশ। মামলার বিবরণী থেকে জানা যায় গত ২২ এপ্রিল আসামি দেলোয়ার হোসেন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌঃ এর ভাতিজা সাদমান মাহমুদ সানি, কাওছার চিশতি, সৈয়দ বুলবুল, তারেক আহমদও মনু মিয়ার নেতৃত্বে স্থানীয় কতিপয় লোক ছাতক সিমেন্ট কারখানার ভেতরের অফিস কক্ষে ডুকে চাদা দাবি করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এ ঘটনায় কারখানার সহকারি নিরাপত্তা অফিসার শহীদুর রহমান বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা (নং ১৪, তাং ২২.০৪.২০১৭ইং) দায়ের করেন। তাদের বিরুদ্ধে এর পূর্বেও কোম্পানীর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা এবং হুমকিসহ নানা অভিযোগে ছাতক থানায় সাধারণ ডায়েরি থাকায় ও সরেজমিনে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হুসেন মামলার ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn