ছাতক শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম। শুক্রবার মধ্যরাতে স্ব-পরিবারে পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ ও তার পরিবার, ছাতকের সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন। ছাতকে জেলা প্রশাসকের সাথে পূজামন্ডপ পরিদর্শনে যোগ দেন পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ফটো সাংবাদিক আমির আলীসহ পূজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। এসময় ছাতকে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সন্তোষ প্রকাশ করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn