ছাতকের ভিন্ন খবর -পাঠিয়েছেন চান মিয়া
ইভটিজিং-এ দু’বোনের লেখাপড়া বন্ধ
ছাতকে বখাটেদের উৎপাতে দু’বোনের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পরিবার। ফলে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এব্যাপারে বৃহস্পতিবার প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। জানা যায়, শহরের মোগলপাড়া এলাকার বাসিন্দা হেমন্ত দাসের কন্যা ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী অর্পা দাস ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী অনন্যা দাস বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বখাটেরা উত্যক্ত করে থাকে। স্থানীয় পৌর কাউন্সিলরসহ গন্যমান্য লোকজনকে অবহিত করলে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। বুধবার কোচিং শেষে বিকেলে দু’বোন বাড়ি ফেরার পথে শহরের হাসপাতাল রোডে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটেরা তাদের গতিরোধ করে অশ্লি¬ল কথা-বার্তা ও কুৎষিত অঙ্গ-ভঙ্গির মাধ্যমে তাদের হাত ও ওড়না ধরে টানা-টানি করতে থাকে। এসময় পথচারীদের বাধার মুখে তারা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এতে শিক্ষার্থীদের মা- গিতা রানী দাস একই এলাকার উসমান আলীর পুত্র কামরান, সমশের আলীর পুত্র মাছুম, জিতু মিয়ার পুত্র মারজানের নামে লিখিত অভিযোগ দেন। এরপর থেকে ছাত্রীদের পরিবার বখাটেদের ভয়ে শংকিত হয়ে পড়েছে।
পলাতক আসামিকে জেল হাজতে প্রেরণ
ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাইয়ূম উপজেলার দক্ষিন কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা ও হালিম শিকদার সিলেট নগরীর শেখঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শনিবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের কথা স্বীকার করে জানান, আব্দুল কাইয়ূমের বিরুদ্ধে চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
ব্যবসায়ির দু’লক্ষ টাকা ছিনতাই
ছাতকে এক পাথর ব্যবসায়ির দু’লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়িদের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় পিয়াইন নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারির হামলায় ব্যবসায়ী রুমন মিয়া আহত হয়। সে পৌর শহরের তাতিকোনা এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। ছিনতাইর ঘটনায় রুমন মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জের চাটিবহর-আমবাড়ি গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র উসমান আলী, শমসের আলী, মনফর আলী, সুজন মিয়াসহ ৫জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, পাথর ব্যবসায়ী ফারুক আহমদের ব্যবসা পরিচালনা করে থাকেন তার চাচাতো ভাই রুমন মিয়া। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফারুক আহমদের কাছ থেকে ব্যবসার দু’লক্ষ টাকা নিয়ে নিজস্ব ইঞ্জিন চালিত ষ্টীলবডির নৌকা নিয়ে সীমান্তবর্তী চেলা পাথর কোয়ারীতে যাবার পথে পিয়াইন নদীতে গোয়ালগাঁও এলাকায় ছিনতাইকারিরা নৌকার গতিরোধ করে মারপিট করে দু’লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় ছাতকের ব্যবসায়ি মহলে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে শুক্রবার রাতে শহরের পুরাতন কাষ্টমস্ এলাকায় ব্যবসায়িদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উসমানও তার বাহিনীর লোকজনকে গ্রেফতারের দাবি জানান। ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক পাথর ব্যাসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, ছাতক বাজার কমিটির সভাপতি এলাইছ চৌধুরী, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান হাজী কুটি মিয়া, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুস সহিদ, হাজি সৈয়দ তিতুমীর, হাজি আশিদ আলী, সালেহ আহমদ, হাজি বিলাল আহমদ, আবু হুরায়রা ছুরত, ফারুক আহমদ, আব্দুল অদুদ, আয়না মিয়া, তাহের আলম, আকিল আলী, আব্দুস ছাত্তার, নৌকা মালিক সমিতির সভাপতি এবাদুর রহমান, লেবার সর্দার সমিতির সভাপতি মনু মিয়া প্রমুখ। সভাশেষে ব্যবসায়ি নেতৃবৃন্দ ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল আলমের সাথে বৈঠক করেন। অপরদিকে মোগলপাড়া এলাকার বাসিন্দা হেমন্ত দাসের কন্যা ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের ছাত্রী অর্পা দাস ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা দাসের লেখাপড়া এসব দূর্বৃত্তদের অপতৎপরতায় বন্ধ হওয়ায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
৫শতাধিক হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা
ছাতকে ৫শতাধিক গরীব ও হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার পবিত্র রমদ্বান উপলক্ষে গোবিন্দগঞ্জ পয়েন্টে আফজলাবাদ ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় ট্রাস্টের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও হাবিবুর রহমান মানিকের পরিচালায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার কলেজের প্রভাষক নুর আহমদ, ছাতক কলেজের প্রভাষক আব্দুল হামিদ, কোম্পানীগঞ্জ কলজের প্রভাষক কামাল আহমদ, আবুল কালাম, মেম্বার জহির আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, রাজনীতিবীদ আমিনুল ইসলাম বকুল, শিক্ষক মানিক মিয়া প্রমুখ। সভাশেষে ৫শতাধিক হতদরিদ্রদ পরিবারে চাল, ডাল, তৈল, পিয়াজ, আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে মিছিল
ছাতকে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ঘোষনা করায় শুক্রবার সন্ধায় শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্টিত হয়। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুলবারী শিমুলের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, আব্দুল আউয়াল, সুলেমান মিয়া, আব্দুল কাবির, সামছুর রহমান বাবুল, কয়েছ আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বাকিবিল¬াহ, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা তারেক আহমদ, লিজন তালুকদার, মীর কামিল, কুতুব উদ্দিন, ফখরুল আলম, সুলতান মিয়া, আরিফ আহমদ, রাজু মিয়া, রতন আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মুনিম মামনুন, এমরান আহমদ, রুকন মিয়া, নিয়ামত উল্লাহ প্রমূখ।