ছাতকে কৃষি অফিসের ৩ উপ-সহকারীকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার প্রদান
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কর্মক্ষেত্রে কাজের গুরুত্ব বিবেচনায় ৩ জন উপ-সহকারী কর্মকর্তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ক্রেষ্ট প্রাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, অ্যাড. অলিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায় প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ। সভা শেষে শ্রেষ্ঠ উপ-সহকারী কর্মকর্তা পদ্মমোহন সিংহ, সাহাব উদ্দিন ও আনিছুজ্জানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেস ইমাম মাও. নূরুল হক।