ছাতক  :: ছাতকের সুরমা নদীর তীরে ইছাকলস-গোড়াখাল এলাকায় বালু-পাথরের ডাম্পিং সাইডের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বালু-পাথরের ডাম্পিং সাইডে ইছাকলস গ্রামের রজব আলীর পুত্র জামাল মিয়া ও আব্দুল আহাদের পুত্র নজরুল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর তীর সংলগ্ন ডাম্পিং সাইডে জামাল মিয়া বালু রাখতে গেলে প্রতিপক্ষ নজরুল মিয়া এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা-শিশুসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত এনামুল হক (৩৭), আলা উদ্দিন (৭০), ইকবাল মিয়া (২৬) জাহিদ হোসেন (২৫), আম্বিয়া বেগম (২৬), জাকির হোসেন (২২), নাজিম উদ্দিন (১৫), চেরাগ আলী (৫০), জাবির হোসেন (২৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আব্বাছ (১০), আশিক মিয়া (৪৫), একলাছ মিয়া (২২), নাছির (২০), আলকাছ আলী (৫০), জাহিদুর (২২), শুকুর উল্লাহ (২৫), রবি উদ্দিন (২৫), মহরম আলী (২৩), বোদাই মিয়া (২২), লায়েক (২১), সানুর আলী (৩০), বুরহান (৪০), আশক আলী (৪৫), কদ্দুছ আলী (৩২), সুহেল মিয়া (৪০), জামাল উদ্দিন (৩৫), দেলোয়ার (৪০), আজিম উদ্দিন (২৬), আবুল কালাম (৫০) সহ অন্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn