ছাতকে প্রবাসীর বাড়ির ‘কেয়ারটেকার’ মহিলার বিরুদ্ধে নানা অভিযোগ
ছাতক সংবাদদাতাঃ-
ছাতকে এক প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদ করতে গিয়ে মামলা ও হুমকির শিকার হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামের পঞ্চায়েত কমিটির পক্ষে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, নিজ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল মনাফের অনুপস্থিতিতে তার বাড়িতে তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হিসেবে ৮-৯ বছর ধরে বসবাস করে আসছেন এক মহিলা। তার চারিত্রিক কারণে স্বামী ৪-৫ বছর আগে তাকে ছেড়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এরপর থেকেই নাজমা তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে প্রবাসীর বাড়িতে বসবাস করছেন।
সম্প্রতি তিনি একই গ্রামের এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। একসময় তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে গ্রামের পঞ্চায়েত কমিটি অপকর্ম বন্ধ করতে বলেন। কিন্তু ওই মহিলা তাতে ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েতের আলীম উদ্দিনসহ গ্রামের চাকুরীজিবী-খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এছাড়াও তিনি গ্রামের মানুষদের হামলা-মামলার হুমকি দিয়ে আসছেন। গ্রামের পঞ্চায়েত কমিটি এ চরিত্রহীন মহিলার অপকর্ম বন্ধ ও মামলা থেকে গ্রামবাসীকে মুক্তি এবং গ্রামের শান্তি ফিরিয়ে আনতে পুলিশসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ অভিযোগের সত্যতা যাচাই করে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানান।