ছাতকে মদ-জুয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়লেন জনপ্রতিনিধিরা
ছাতকে জঙ্গি, মাদকবিরোধী মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সভায় ক্ষোভ ঝাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে ইদানিং মদ ও জুয়ার আসর বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ জনপ্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন- মদ-জুয়ার পাশাপাশি ভারতীয় তীর খেলা নামক জুয়ার আসরে গিয়ে সর্বস্ব হারিয়ে বিপথগামী হচ্ছে যুব সমাজ। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় থানা প্রাঙ্গণে পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় আইন-শৃঙ্খলার উন্নতির পাশাপাশি এসব প্রতিরোধের ব্যবস্থা নেয়ার আহবান জানান উপস্থিত জনপ্রতিনিধি ও অন্য বক্তরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকত উল্লা খাঁন।
এছাড়াও বক্তব্য রাখেন- এএসপি তাপস রঞ্জন ঘোষ, ছাতক সার্কেল এএসপি মো. দুলন মিয়া, ছাতক উপজেলা কমিউনিটি পুলিশিং বিষয়ের আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, নোয়ারাই সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর নওশাদ মিয়া, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, আছাব মিয়া, আ’লীগ নেতা আফতাব উদ্দিন, ফারুক আহমদ সরকুম, লাফার্জ সুরমা সিমেন্টের শ্রমিক নেতা আনোয়ার হোসেন পাশা প্রমুখ।
সভায় পুলিশ সুপার মো. বরকত উল্লা খাঁন বলেন- জঙ্গি ও মাদকের বিরুদ্ধে কোন আপোষ নয়। পুলিশ জঙ্গি ও মাদক এবং জুয়াবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ নির্মূল করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ দূর করতে সকল জনপ্রতিনিধিধের পাশাপাশি সচেতন জনসাধারণ পুলিশ বাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন- ছাতক থানার ওসি আতিকুর রহমান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ফরিদ উদ্দিন আহমদ।