ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর ব্রীজ সংলগ্ন সামাজিক বনায়নের ভুমিতে অবৈধভাবে ইট-বালুর জমজমাট ব্যবসা ও এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সওজ প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার এলাবাকাবাসীর পক্ষে মাধবপুর গ্রামের ফরিদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী বরাবরে এ অভিযোগ দেয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে লিজ গ্রহনের মাধ্যমে মাধবপুর ব্রীজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় এখানে বৃক্ষ রোপন করেন স্থানীয় ময়না মিয়া, হানিফ আলী ও চমক আলী নামের ৩ ব্যক্তি। ইতিমধ্যে এসব গাছ বড় হয়ে এখানে সৃষ্টি হয়ে ছায়া ঘেরা সবুজ পরিবেশ। বর্তমানে লিজ গ্রহীতাদের যোগাযোগ মুলে মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র চান্দ আলী ওরফে গেদন বনায়নের গাছ কেটে সওজ’র ভুমি অবৈধভাবে ডাম্পিং সাইড হিসেবে ব্যবহার করে এখানে ইট-বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। অধিক লাভবান হওয়ার জন্য এখানে বসানো হয়েছে একটি মিনি ক্রাসার মিল। ফলে সবুজ পরিবেশ ধ্বংসের পাশাপাশি নদীঘাটে যাতায়াত, গ্রামের গবাদিপশু মাঠে নিয়ে যাওয়া-আসায়, শিশু-কিশোরদের খোলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মাধবপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করা হলেও রহস্যজনক কারনে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn