ছাতক ::  ছাতকে যাত্রীবাহি লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মোফাজ্জল হোসেন (৩৫) নামের এক ব্যাক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু বরণ করেছেন। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের বাউভুগলী গ্রামের বাসিন্দা। তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।  স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেট- সুনামগঞ্জ সড়কের সদরপুর নামক স্থানে গোবিন্দগঞ্জগামী এ লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে যায়। এ ঘটনায় ওই লেগুনার যাত্রী, নারী ও শিশুসহ অন্তত ১২জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি (বদিরগাঁও) ইনচার্জ মো. রুনু মিয়া ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছেন। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি (বদিরগাঁও) ইনচার্জ মো. রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn