ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন,ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দেখতে চাই। তিনি বলেন, অপরাধীদের কোন দল নেই বলে মন্তব্য করেছেন অপরাধীদের ব্যাপারে ছাত্রলীগ জিরো টলারেন্স দেখাবে। সিলেটের বিয়ানীবাজার ডিগ্রী কলেজে টিটু হত্যাকান্ডে বহিরাগত সন্ত্রাসীদের দায়ি করে তিনি বলেন, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১৭ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগন্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় বন্যাদুর্গত এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীদের ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে জাকির হোসাইন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দেখতে চাই। এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, দারুস সালাম  শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ঈয়াজ আল রিয়াদ, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  মন্জুর মোর্শেদ অমীম,উপ গণ যোগাযোগ মইনুল ইসলাম ফয়ছল, সহ সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য সাজেদুল ইসলাম সবুজ,আবু সাঈদ আকন্দ, মিরপুর বাংলা কলেজের সভাপতি মুজিবুর রহমান অনিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ।

খালেদ হত্যায় বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করলেন জাকির

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর শ্রেণীকক্ষে গুলিতে ছাত্রলীগ কর্মী খালেদ আহমদ লিটু (২৫) নিহতের ঘটনায় বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি লিটু হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার দাবিও জানান।

সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সন্ত্রাসীদের ব্যাপারে ছাত্রলীগ জিরো টলারেন্স দেখাবে উল্লেখ করে জাকির হোসাইন আরো বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। এদের ব্যাপারে ছাত্রলীগ জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দেখতে চাই। এজন্য দুর্গত এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জাকির।
এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ঈয়াজ আল রিয়াদ, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ অমীম, উপ-গণযোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়ছল, সহ-সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য সাজেদুল ইসলাম সবুজ, আবু সাঈদ আকন্দ, মিরপুর বাংলা কলেজের সভাপতি মুজিবুর রহমান অনিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn