বিয়ানীবাজার থেকে ৩৫ জন শ্রমিক নিয়ে জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া একটি মিনি ট্রাই খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে খলাছড়া নামক স্থানে মিনি ট্রাকটি খাদে পড়ে যায়।  নিহতরা হচ্ছেন- রফিক ও ইমাম। তাদের বাড়ি হবিগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, জকিগঞ্জ ঢালাই কাজে আসার সময় ট্রাকের চালকের চোখে ঘুম থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং ১৯ জন আহত হন। স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন। জকিগঞ্জ সরকারি হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে ডাক্তাররা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার সিলেটভিউ২৪ডটকমকে বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। আহত কয়েকজন ওসমানীতে ভর্তি রয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn