জগন্নাথপুরের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ক্রটির করণে গত ৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে।  এলাকাবাসী জানান- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদী পারাপারের একমাত্র ফেরিটি গত ৩ জুন থেকে যান্ত্রিক সদস্যা সৃষ্টি হওয়ায় ফেরিপারাপার বন্ধ হয়ে যায়। ফলে পাগলা জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সুহেল আহমদ জানান- ফেরি চলাবন্ধ বন্ধ হয়ে পড়ায় মালামাল নিয়ে আসেেত খুবই কষ্টের শিকার হয়ে হচ্ছে। নদীর দক্ষিণপাড় থেকে ছোট নৌকাযোগে বাজারে মালামাল আনতে হয়। এতে বাড়তি অর্থ টাকা ব্যয় হচ্ছে। গত ৬ দিনেও কর্তৃপক্ষ ফেরির সমস্যা সমাধান করতে পারেনি। রানীগঞ্জের ফেরি চলাচল বন্ধ হাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান- ফেরি পারাপার বন্ধ থাকায় দুর্ভোগের পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বলেছি। সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) শফিকুল ইসলামকে জানান- ফেরির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় এ সংকট দেখা দিয়েছে। ২-১ দিনের মধ্যে ফেরির এ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn