জানাগেছে, গত বছর যুক্তরাজ্য প্রবাসী অজুদ মিয়া সেবুলের ছেলের সাথে দিরাই থানার নাচনী গ্রামের আবদুল মান্নানের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সেবুলের হবু পুত্রবধূ তার সম্পর্কে জেটালির মেয়ে হয়। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর রহস্যজনক কারণে ছেলের সাথে তার জেটালির মেয়ের বিয়ে না হওয়ায় সে নিজেই তার জেটালির মেয়ে হবু পুত্রকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে নিয়ে যায়। এ ঘটনায় লন্ডনি সেবুলের আপন ভায়রা ভাই ও শ্বশুর আবদুল মান্নান বাদী হয়ে দিরাই থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের ওয়ারেন্ট তামিল করতে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় অভিযান চালিয়ে সেই বিতর্কিত লন্ডনি অজুদ মিয়া সেবুলকে গ্রেফতার করেন।

সোমবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, দিরাই থানার চাঞ্চল্যকর অপহরণ মামলায় আদালতের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বিতর্কিত লন্ডনি অজুদ মিয়া সেবুলকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, পাপ কখনো বাপকেও ছাড়েনা। তার হবু পুত্রবধূকে নিয়ে পালিয়ে যাওয়া সেবুল লন্ডনি অনেক টাকা খরচ করেও শেষ রক্ষা করতে পারেনি। অবশেষে তাকে জেল খাটতে হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn