জগন্নাথপুর::  জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সোমবার বিকেল ৫ টায় ভোট গ্রহণ সম্পন্ন  হয়েছে। ভোটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক শেরীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লহরী মাদ্রাসা ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যর ওপর হামলা করেছে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থক যুবলীগ কর্মী আনহার মিয়া(৩৫) নামের এক যুবক। সে লহরী গ্রামের আবদুল হাশেমের ছেলে। রাত  সাড়ে ৮ টা পর্যন্ত ১২ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) ৫৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির (নৌকা) প্রতীকে ৩৩৮৪ ভোট পান। তবে বিকেল সাড়ে ৪ টায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির স্বতন্ত্র প্রার্থী শেরীনের বিরুদ্ধে মিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বয়কটের কথা গণমাধ্যম কর্মীদের জানান। তবে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক শেরীন ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ আমার পক্ষে বিপুলভাবে রায় দিয়েছেন। এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্বাস মিয়া, তালামীযে ইসলামিয়ার শওকত আহমদ, স্বতন্ত্র প্রার্থী শাহাব আলী ও আতাউর রহমান অর্থাৎ ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য ৪৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি।
প্রত্যক্ষতদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল কাদির এর সমর্থক যুবলীগ কর্মী আনহার মিয়া অর্তকিতভাবে দায়িত্বরত আনসার ভিডিপি সদস্যর ওপর হামলা চালায়। এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য এগিয়ে এলে ওই যুবক পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাকে আটক করে। এসময়  নির্বাহী ম্যাজিস্টেট আক্তার জাহান সাথী ঘটনাস্থলে এসে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও আর কখনো এ ধরনের কাজ করবে না এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভোটকেন্দ্রের পরিস্থিতি শান্ত হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন,বিচ্ছিন্ন এ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সাথে আলাপ হলে তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন,  নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন  হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn