বার্তা ডেক্সঃঃসুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ১১শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।

পরে ৫০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে এক কেজি বোরো বীজ, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা, ৫ কেজি মসুর ডাল, ৮ কেজি খেসারি ডাল, ৫ কেজি টমেটো, ৩০ কেজি মরিচের বীজ, ১০ কেজি লাল সার এবং ভিওপি সার ১০ কেজি করে দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুরের ১১শ কৃষক কৃষি প্রণোদনা পাচ্ছেন। এরমধ্যে গতকাল ৫০ জনকে কৃষককে এই সুবিধা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরকেও প্রণোদনা দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn