জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  শনিবার (২৭ মে) সকালে এ সংঘর্ষের ঘটনায় ঘটে। সংঘর্ষের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান- উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামে আবদুর নূর ও শামিম আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। যার জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ছায়া বেগম (৪০), মিনার মিয়া (১৮), এমরান আহমদ (২০), আব্দুস সোবহান (৬০), নুরুল হক (৩৫), সুমন মিয়া (২৪), আব্দুল করিম (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল কাদির (৩৭), আমির আলী (৬৫), মোহাম্মদ আলী (৩৫), মিনার বেগমকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আব্দুর নুরের পক্ষের সাজ্জাদ হোসেন জানান- প্রতিপক্ষের লোকজন শুক্রবার (২৬ মে) রাতে আমাদের পক্ষের কামাল উদ্দিনের উপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। গতকাল শনিবার ফের প্রতিপক্ষের লোকজন মিনার বেগমের উপর হামলা চালায়। এসময় তাদের পক্ষের একজন অবৈধ পাইপগান দিয়ে গুলি ছুঁড়েছে।  এদিকে, শামিম আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন- প্রতিপক্ষের লোকজন অবৈধ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ব্যাপক ভাংচুর করে লোকজনের উপর হামলা করেছে। তাদের হামলা ৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রতিপক্ষের ছোঁড়া অবৈধ পাইপগানের গুলিতে আমার এক চাচা গুলিবিদ্ধ হয়েছেন। মোটরসাইকেলটি প্রতিপক্ষের লোকজন নিজেরাই জ্বালিয়েছে বলে তিনি জানান।  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর-অর-রশিদ চৌধুরী জানান- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn