জগন্নাথপুর:: :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন রানু খান (৫৫), কবির খান (২৫) হামিম মিয়া (৫৫), লেবু খান (৫০), আব্দুল বাছিত (৫২), আব্দুল কাহার (২৮), আনছার খান (৬০) ও ইব্রাহিম খান (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহিদপুর গ্রামের রানু খান ও একই গ্রামের জাহির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের বুরাইয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ (রবিবার) দুপুরে বিরোধপূর্ণ বিলে রানু খানের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে এসময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়। এক পযার্য়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।  গুরুতর আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে থানায় কোন পক্ষে এখনও অভিযোগ দায়ের করেনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn