জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে গত মঙ্গলবারের (১৩ জুন) টানা বৃষ্টিতে বেইলী ব্রীজের এ্যাপ্রোচের মাটি ধসে পড়ে। একই স্থানে বিদ্যুতের দুটি খুঁটি থাকায় হুমকির মুখে রয়েছে রাণীগঞ্জ ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ। যেকোন মুহুর্তে ওই খুঁটি দুটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রাণীগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার গ্রাহকের। এমনকি মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে জনসাধারণসহ বিভিন্ন যানবাহন। এ ব্যাপারে জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আজাদ আহমদ জানান, ওই দুটি খুঁটি উপড়ে পড়লে যেমন গ্রাহকরা ভোগান্তির শিকার হবেন, তেমনি আমরাও সমস্যায় পড়বো। আমাদের লোক গিয়ে দেখে এসেছে। ঠিকাদার আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুঁটিগুলো তুলে ফেলার চেষ্টা করবো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn