২৫ জুলাই দেশ পাবে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। আর ২৪-এর সন্ধ্যায় নিজের শেষ ভাষণে দেশবাসীর হৃদয় ছুঁয়ে গেলেন বিদায়ী রাষ্ট্রপতি। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর বক্তব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ।

• আমার শেষ ৫০ বছরের জীবনের মূল ছিল ভারতের সংবিধান, আমার মন্দির ছিল ভারতের সংসদ ভবন, আমার লক্ষ্য ছিল মানুষের জন্য কাজ করা।

• আমি ভারতের কাছে ঋণী থেকে যাব। কারণ, আমি দেশকে যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি।

• দেশের প্রকৃত উন্নতির জন্য দরকার যাতে দরিদ্রতম মানুষটিও নিজেকে দেশের অংশ ভাবতে পারে।

• আমি কার্যক্ষেত্রে নিজের দায়িত্ব কতটা পালন করতে পেরেছি তার বিচার করবে ভবিষ্যৎ।

• ভারতের আত্মা নিহিত রয়েছে বহুত্ব ও সহনশীলতার মধ্যে।

• রাষ্ট্রপতি ভবনে আমার পাঁচ বছরের সময়কালে আমরা একটি মানবিক ও সুখী পরিবেশ তৈরির চেষ্টা করেছি।

• আগামী দিনে ভারতে স্বর্ণযুগ আনতে পারে শিক্ষার বিস্তার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn