ডাকাতি করে বাড়ী ফেরার পথে আবারো ডাকাতির চেষ্টা কালে জামালগঞ্জে জেলেদের হাতে ৫ ডাকাত আটক হয়েছে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ডাকাতদেরকে আটক করে থানায় নিয়ে আসে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলাধীন হাওরপাড়ের কোন এক গ্রাম থেকে ডাকাতি করে বাড়ী ফেরার পথে জামালগঞ্জের হালির হাওরে মৎস্য ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় জেলেরা ডাকাতদের দেখে ধাওয়া করেন। ডাকাতরা একাধিক জেলে নৌকার ধাওয়া খেয়ে একটি নৌকা জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদরকান্দির হাওর পাড়ের এক বাড়ীতে এসে আশ্রয় নিতে চাইলে গ্রামবাসী তাদেরকে আটক করে। অপর নৌকাটি জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ডাকাতদের আটক করে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান জামালগঞ্জ থানা পুলিশকে ডাকাত আটকের কথা জানালে থানা পুলিশ সদরকান্দি গ্রামে গিয়ে তাদেরকে আটক অবস্থায় তাদের সাথে থাকা ধারালো অস্ত্র, ইঞ্জিন চালিত নৌকা, ইঞ্জিন, ডাকাতির কিছু মালামালসহ ডাকাতির অন্যান্য উপকরণ জব্দ করে তাদেরকে থানায় নিয়ে যান।

আটককৃত ডাকাতরা হলো- সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নেরতানুড়া গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে মিলন মিয়া (২২), কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের (স্থানীয় ভাবে কুলাকাইন্না পরিচিত) আজগর আলীর ছেলে মোখলেছ মিয়া (২৫), একই জায়গার রুসমত মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামের মোতালিব মিয়ার ২ ছেলে লোকমান মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (৩০)।
স্থানীয় গ্রামবাসীরা জানান- বর্ষাকাল এলেই আমাদের মধ্যে আতংক বিরাজ করে.প্রত্যেক বছরই এমন সময়ে আমাদের পরিবার পরিজন নিয়ে কষ্ট করতে হয়। এই চক্রর সাথে আমাদের আশপাশের গ্রামের কিছু প্রভাবশালী পরিবারের মানুষও জড়িত। এলাকাবাসী থানা পুলিশ আটককৃতদেরকে জিজ্ঞাসা করার দাবী জানান।  ডাকাতির  ঘটনায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইনছানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে  হাবিবুর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় ৫ ডাকাতকে আসামী সহ আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাশেম বলেন,ডাকাতি করে ফেরার পথে স্থানীয় জেলেরা ডাকাতদের দাওয়া করে আটক করে আমাদের খবর দিলে,আমরা তাদেরকে থানায় নিয়ে আসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় ইনছানপুরের হাবিবুর রহমান অভিযোগের পেক্ষিতি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn