সুনামগঞ্জ জেলা আওয়ামী লী‌গের তথ্য ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক ছাতকের শামীম আহমদ চৌধুরী‌কে কারাগারে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। রোববার (২৩ জুন) পু‌লিশ এসল্ট ও বি‌স্ফোরক আইনে দা‌য়ের করা মামলায় হা‌জিরা দি‌তে গে‌লে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তার জা‌মিন নামঞ্জুর ক‌রে জেল হাজ‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন। সুনামগঞ্জ জেলা বারের পি‌পি অ্যাড‌ভো‌কেট খায়রুল ক‌বির রু‌মেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। আদালত সূ‌ত্রে জানা যায়, ১৫ মে সুনামগ‌ঞ্জে‌র ছাত‌কে সুরমা নদী‌তে চাঁদাবা‌জি নি‌য়ে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার সহোদর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থকদের ম‌ধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে সাহাব উদ্দিন না‌মের এক ভ্যানচালক ঘটনাস্থ‌লেই নিহত হন। সংঘর্ষে ছাতক থানার ওসি গোলাম মোস্তফাসহ আহত হন দুপ‌ক্ষের প্রায় শতা‌ধিক মানুষ। প‌রে পু‌লিশ বাদী হ‌য়ে দু‌টি এবং ভ্যানচাল‌কের স্ত্রী বাদী হ‌য়ে থানায় এক‌টি মামলা দা‌‌য়ের ক‌রেন। পু‌লি‌শের এসল্ট এবং বি‌স্ফোরক আই‌নের দু‌টি মামলায়ই শামীম আহ‌মেদ চৌধুরীকে আসামি করা হয়। প‌রে তি‌নি গ্রেপ্তার এড়া‌তে হাইকোর্ট থে‌কে জা‌মিন নেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn