মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের একমাত্র জীবিত উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে রাজধানীর এপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে। ৯৮ বছর বয়সী এই প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মোজাফ্ফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এর আগেও বেশ কয়েকবার তিনি লাইফ সার্পোটে ছিলেন। গত বছরের জুলাই মাসে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে অধ্যাপক মোজাফফর আহমদকে রাজধানীর বসুন্ধরার অ্যাপলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর একই বছরের শেষ দিকে তাকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সার্পোটে রাখা হয়েছিল। অধ্যাপক মোজাফফর আহমেদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn