জেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ পুরষ্কার পেলেন দোয়ারাবাজারের মৎস্যচাষী ও ব্যবসায়ী নুরুল ইসলাম। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনকের সম্মেলনী হলরুমে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে আনুষ্ঠানিক পুরষ্কৃত করা হয়।  এরমধ্যে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা সফল মৎস্যচাষী ও ব্যবসায়ী নুরুল ইসলাম একজন। কার্পণ্য – তেলাপিয়া মিশ্রচাষে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নুরুল ইসলামকে পুরষ্কৃত করা হয়। নুরুন ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা সংকর রঞ্জন দাস প্রমুখ।

উল্লেখ্য, আলীপুর গ্রামের আইনাল হকের জ্যেষ্ঠ সন্তান নুরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি ২০১১সালে চাকুরী থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কয়লার ব্যবসায় জড়িত আছেন। পরবর্তীতে ২০১৫ সালে মৎস্যচাষ ও ব্যবসায় প্রত্যক্ষ ভাবে জড়িত হন। বর্তমানে তার ছোট্ট বড় সব মিলিয়ে ৭ মৎস্য খামার রয়েছে। এছাড়া তার মৎস্য খামারে এলাকার ৫-৭ বেকার যুবক সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থেকে জীবিকা নির্বাহ করেছে। নুরুল ইসলাম মৎস্যচাষ ও ব্যবসার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। যোগাযোগ করলে নুরুল ইসলাম সংশ্লিষ্ট কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুরষ্কার পাওয়ার মাধ্যমে মৎস্যচাষ ও ব্যবসায় নতুনভাবে উৎসাহ পেলাম। তিনি আরো জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে মাছ বাজারজাত করতে সহজ হবে এবং এতে করে স্থানীয় মৎস্যচাষী ও ব্যবসায়ীরা লাভবান হবে পাশাপাশি জেলা শহরের আমিষের চাহিদা সহজে মেটানো সম্ভব হবে।

যোগাযোগ করা হলে একই গ্রামের আরেক মৎস্যচাষী আব্দুস শহীদ জানান, মৎস্যচাষী নুরুল ইসলাম আমাদের এলাকার গর্ব এবং আমাদের অনুপ্রেরণা। উনাকে পুরষ্কৃত করায় মৎস্যচাষীদের মধ্যে আগ্রহ বাড়বে। এতে করে এলাকার মৎস্যচাষের প্রসার ঘটার পাশাপাশি স্থানীয়দের বেকারত্ব হ্রাস পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn