ছাতক  :: শিল্প এলাকা বৃহত্তর ছাতককে জেলা ঘোষণার দাবি জোরালো হচ্ছে। এ দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর ছাতকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ৩৬৭০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত সিলেট বিভাগের বৃহত্তম জেলা সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জে রয়েছে ১২টি থানা। ফলে প্রশাসনিক বিষয় থেকে শুরু করে নানাভাবে সুনামগঞ্জ থেকে এত বড় জেলা পরিচালনা করায় সরকারের সুষম উন্নয়ন বাস্তবায়ন অনেকটাই বিঘ্ন হচ্ছে। বৃহত্তর ছাতকের অঞ্চলগুলো নানাভাবে অবহেলিত ও বঞ্চিত। অথচ ছাতকে রয়েছে ৩টি সিমেন্ট ফ্যাক্টরি, পেপার মিল, প্লাস্টিক কারখানা, স্লিপার কারখানা, চুনাপাথর শিল্প ও পাথরের ব্যবসা। এছাড়া, সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হচ্ছে। ছাতক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আয়তন ২,৯০০ একর। যা সিলেট বিভাগের বৃহত্তম। ছাতক একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। ৬টি নদীর কেন্দ্রবিন্দু ছাতক থেকে বাংলাদেশের যেকোনো জায়গায় পণ্য পরিবহন করা যায়।

রেলপথ, সড়ক পথ এমনকি ৩০ কিমি দূরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আকাশপথেও চলাচল সম্ভব। ছাতকে যে বিশাল আয়তনের শিল্পাঞ্চল গড়ে উঠছে তার সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনার জন্যে জেলা সদর ছাতকে করা জরুরি। ২৪টি ইউনিয়ন নিয়ে বৃহত্তর ছাতকের আয়তন ৮৩০ বর্গ কিলোমিটার-যা ঝালকাঠি জেলা (৭৫৮ বর্গ কিমি), নারায়ণগঞ্জ জেলা (৬৮৩ বর্গ কিমি), মেহেরপুর জেলার (৭১৬ বর্গ কিমি) চেয়ে বেশি। তাই সার্বিক দিক বিবেচনায় বৃহত্তর ছাতকের ২টি উপজেলা ও প্রস্তাবিত ৩টি উপজেলা মোট ৫টি উপজেলা নিয়ে ছাতক জেলা ঘোষণার অনুরোধ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) মইন উদ্দিন আহমদ, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সভাপতি আবু নছর ওহিদ কনা মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার তোতা মিয়া, ব্যবসায়ী বাবুল চৌধুরী, শিক্ষক ওহিদুল হক, ব্যাংকার আবুল ফজল, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলি ও মিলন রানী,

ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ডাঃ আফসার উদ্দিন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আইনজীবী আবুল হুসেন ও ছায়াদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান, আবু হুরায়রা ছুরত, সাদিক আহমদ, সাংবাদিক সাঈদ নোমান, তাজুল ইসলাম, কৃপেশ চন্দ, আমির আলী, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn