বার্তা ডেক্সঃঃগত ক‌য়েক দি‌নের টানা বৃ‌ষ্টি ও ঢ‌লে সুনামগ‌ঞ্জে সুরমা নদী‌র পা‌নি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার ভোর থেকে নদী উপচে শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে। প্লাবিত হয়ে পড়ে শহরের নিম্নাঞ্চল। ঢল আর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসকের বাংলাে। শহ‌রের ডিএস রো‌ডে অব‌স্থিত জেলা প্রশাস‌কের বাং‌লো‌তে পাশবর্তী সুরমা নদীর পা‌নি ঢু‌কে প‌ড়ে। নিজের বাংলোর সামনে পানিতে দাঁড়িয়ে আছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ এমন একটি ছবি শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।জেলা প্রশাসক মো. মো.আব্দুল আহাদ নি‌জেই সামা‌জিক যোগা‌যো‌গের মাাধ্যম ফেসবু‌কে এই ছ‌বি শেয়ার ক‌রে‌ন। ছ‌বি‌টি‌তে দেখা যায়, বাং‌লোর আ‌ঙিনা জলাবদ্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে এবং তি‌নি পা‌নির ম‌ধ্যে দা‌ড়ি‌য়ে আ‌ছেন। শহরের নতুনপাড়া, কা‌জিরপ‌য়েন্ট, কা‌লিবা‌ড়িসহ বি‌ভিন্ন এলাকার সড়‌কও পা‌নি‌তে তলিয়ে গেছে। এদি‌কে সুরমার পা‌নি বে‌ড়ে যাওয়ায় বি‌ভিন্ন এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ। জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই সকল উপজেলায় জরুরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক তদারকির সুবিধার্থে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত রয়েছে এবং সাধারণ জনগণকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিকেল থেকে পানি কমতে শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn