টিফিন বক্সটি আবার আগের জায়গায় রেখে আসল মিম…

শিশু মিম। ছবি ও তথ্য  ফেসবুক থেকে

জিএমবি আকাশের ফেসবুক-

 ‘আমি বড় হবো, তখন আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করব। আমার বোন আর ভাইকে স্কুলে পাঠাব, আমি তাদের জন্য অনেক কিছু কিনব’, কথাগুলো বলছিল ১০ বছর বয়সী শিশু মিম। সম্প্রতি একটি টিফিন বক্স খুঁজে পেয়েছিল মিম। কাউকে না বলে আনার কারণে অনেকে বলেছে, সে টিফিন বক্সটি চুরি করে এনেছে। এর জন্য মার কাছ থেকেও ‘চোর’ বলে বকুনি খেতে হয় তাকে। মিমের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট বেলাতেই বাবাকে হারিয়েছে সে। এখন ঘরে রয়েছে ছোট এক ভাই, এক বোন আর মা। সে ও তার মার ভিক্ষা থেকে যে আয় হয়, সেই টাকা দিয়েই পেট চলে তাদের। টিফিন বক্সটির বিষয়ে মিম বলে, ‘আমি লঞ্চ ঘাঁট থেকে একটি টিফিন বক্স চুরি করেছিলাম। টিফিন বক্সটি ছিল গোলাপি রঙয়ের। হয়তো কেউ ভুল করে সেখানে রেখে গিয়েছিল। আমি প্রায় এক ঘণ্টা ধরে বসে দেখছিলাম, টিফিন বক্সটি কেউ নিয়ে যায় কি না। এরপর আমি ধীরে ধীরে টিফিন বক্সটির পাশে বসেছিলাম, আর দেখছিলাম আশেপাশে কেউ রয়েছে কি না। এরপর টিফিন বক্সটি নিয়ে চলে এসেছিলাম। আমি আগে কখনও এমন কাজ করি নাই। আমি যখন বক্সটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তখন রাস্তার ছেলেরা আমাকে আমার নাম ধরে ডাকছিল আর বলছিল, আমি টিফিন বক্সটি কোথায় পেয়েছি? আমি তাদের কোনো উত্তর দেই নাই।’

‘আমি যখন বাড়ি পৌঁছালাম, আমার ছোট ভাই মিজান খাবারের জন্য কাঁদছিল। মা খুব হতাশ ছিল, কারণ বৃষ্টির জন্য মা ভিক্ষা করতে বের হতে পারেন নাই। যখন মা আমার কাছে টিফিন বক্সটি দেখল তখন সে আমাকে জিজ্ঞেস করল, আমি এটি কোথায় থেকে চুরি করেছি? মা আমাকে চোর বললো’, বলে কেঁদে ফেলল মিম। আবছা আবছা গলায় শিশুটি বলতে শুরু করল, ‘আমি কেঁদেছিলাম। টিফিন বক্সটি অনেক সুন্দর ছিল। আমার নিজের কোনো টিফিন বক্স ছিল না। আমার বাবা মারা যাওয়ার পর আমাকে কেউ কিছু কিনে দেয়নি। আমার স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। এখন আমি আর আমার মা ভিক্ষা করে খাই।’   এই চলার পথে বাবার অনুপস্থিতি প্রচণ্ড অনুভব করে ছোট এই মেয়েটি। আর এই অনুভূতি তাকে বড় হওয়ার অনুপ্রেরণা দেয়। মিম জানায়, তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তিনি মিমকে এইরকম একটি টিফিন বক্স কিনে দিতো, তার চুরি করার প্রয়োজন হতো না।

‘আজ সকালে আমি টিফিন বক্সটি আবার আগের জায়গায় রেখে দিয়ে এসেছি। এর জন্য অনেকে হেসেছে। কিন্তু যখন আমি বড় হব, তখন আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করব। আমার বোন আর ভাইকে স্কুলে পাঠাব, আমি তাদের জন্য অনেক কিছু কিনব’, নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানায় মিম।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত

শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি