আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসেম্বরেই ভোট হতে যাচ্ছে। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষককে পরাজিত করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে পাকিস্তানের ভাবধারা চলতে পারে না। তাই আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সোমবার (২২ জানুয়ারি) হিন্দু ধর্মের উৎসব সরস্বতী পূজা উপলক্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপসনালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।  সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক সুরের ঐক্য প্রয়োজন উল্লেখ করে কাদের বলেন, সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানো হচ্ছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে। তবুও আমরা স্থিতি বজায় রেখেছি। এই স্থিতি ধরে রাখার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক সুরের ঐক্য প্রয়োজন। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না উল্লেখ করে তিনি বলেন, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার সমান অধিকার। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে। মনে রাখবেন, এদের কোনো দল নেই। এরা দুর্বৃত্ত। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। সরকার যেকোনো প্রয়োজনে আপনাদের সাথে থাকবে।  সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাঙ্গন চাই, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন চাই, এটাই হোক আমাদের অঙ্গীকার। এর আগে ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল পরিদর্শনে যান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn